Saturday, February 27, 2016


সূর্যকে নিয়ন্ত্রণ করছে এলিয়েন, দাবি বিজ্ঞানীদের!



সূর্যের আলো ছাড়া এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব যে কোনো ভাবেই সম্ভব ছিল না, এই কথাটা বৈজ্ঞানীরা সত্য প্রমাণ করেছে। তবে এই বিষয়টি কারোই অজানা নয়। কিন্তু, আমাদের অলোচনা হল, এই পৃথিবীতে কতটুকু আলো পৌঁছবে, তা নাকি আসলে নির্ভর করছে কিছু উড়ন্ত চাকতির উপর। যারা সূর্যকে বেষ্টন করে ঘুরে চলেছে। হ্যাঁ, মঙ্গল নিয়ে গবেষণা চালাচ্ছেন, এমন কয়েকজন বিজ্ঞানীর ধারণা তেমনটাই।

ইউএফও-লজিস্টরা বলছেন, তারা এমন কয়েকটি UFO-কে এই সপ্তাহে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন।
যারা সূর্যকে আবর্তন করে নিজের মতো ঘুরে চলেছে। Solar Heliospheric Observatory থেকে সেই UFO-র কিছু ছবিও এসেছে।

সূর্যের চারপাশে এই UFO-র উপস্থিতি এই প্রথম নয়। রাশিয়ার জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, ছয়-সাত বছর আগেও তারা এমন উড়ন্ত চাকতি সূর্যের চারপাশে ঘুরতে দেখেছেন।
ইউটিউবে সেই উড়ন্ত চাকতির ছবিও প্রকাশ করা হয়েছে। অদ্ভুত সবুজ আলোয় ঝলমলে গ্যাসীয় বলের মতো কিছু ভেসে বেড়াতে দেখা যাচ্ছে সূর্যের বুকে। দাবি, এগুলো আসলে ইউএফও।
UFO সাইটিংস ডেলির স্কট সি ওয়ারিং-এর রিপোর্টে উল্লেখ করা হয়, ছয়-সাত বছর আগে আমরা প্রথমবার এই খবর শুনেছিলাম। যখন রাশিয়ার দুই বিজ্ঞানী প্রথম দাবি করেন, সূর্যের বুকে অসংখ্য UFO ভেসে বেড়াচ্ছে। রোজ তারা ঘুরছে বিরামহীন, দিনে ২৪ ঘণ্টাই।

এমনো বলা হয়, নিজের ইচ্ছেমতো এই উড়ন্ত চাকতিগুলো গতি কমায়-বাড়ায়। গতিপথ পরিবর্তন করে। কিন্তু কেন গতি কমে-বাড়ে, সেই কারণ যদিও অজানাই। তবে, এখনো পর্যন্ত বিজ্ঞানীরা যেটা মনে করছেন, ভিনগ্রহী এলিয়েনরাই সূর্যকে নিয়ন্ত্রণ করে চলেছেন।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া, ০৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই


কানের পেছনে স্পিকারের ট্যাটু এঁকে হৈ চৈ ফেলে দিয়েছে এই তরুণী

বাম কানের পিছনে স্পিকারের ট্যাটু, সঙ্গে আছে একটা ক্রস চিহ্ন অভিনব এই ট্যাটু এঁকে চারদিকে চৈ হৈ ফেলে দিয়েছেন এক তরুণী কি বার্তা দিচ্ছে এই ট্যাটু? আর কেনই বা এই কাণ্ড ঘটালেন তরুণী?
তরুণীর এই ফ্যাশন নজর টানছে সকলের এটি ফ্যাশন ট্রেন্ডের নয়া অবতার ট্যাটু সেই ট্যাটু দিয়েই এবার এক অভিনব বার্তা দিলেন এক তরুণী বাম কানে শুনি না বোঝাতে এক স্পিকারের ট্যাটু এঁকেছেন তিনি, আর তার পাশে দিয়েছেন এক ক্রস চিহ্ন
ডেইলি মিরর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণীর বাম কানের পিছনে গ্রীবার কাছে এই অভিনব ট্যাটু ফ্যাশন সকলের নজর টানছে ইন্টারনেটে এই ছবি পোস্ট করেছেন ওই তরুণী অভিনব ট্যাটু মেসেজে ইন্টারনেটে কমেন্টের বন্যাও বয়ে গিয়েছে কেউ প্রশংসা করছেন তো কেউ আবার সামান্য কটাক্ষ
তবে, এই সবকিছুকে পাত্তা দিতে রাজি নন ওই তরুণী তিনি জানান, বারবার অন্যদের বলা বাম কানে শুনি না, এর থেকে কানের পিছনে এভাবে স্পিকার-এর ট্যাটু আঁকা অনেক বেশি বার্তাবহ তাতে অন্যদের বুঝতে সুবিধা হবে আমি বাম কানে শুনি না
তবে, যাঁরা স্পিকারের ট্যাটু না এঁকে মাইকের ট্যাটু আঁকার পরামর্শ দিয়েছেন, তাঁদেরও জবাব দিয়েছেন ওই তরুণী তাঁর প্রতিক্রিয়া মাইকের ট্যাটু আঁকলে হয়তো এত বিতর্ক হত না
তথ্য সূত্রঃ ২৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস






৬ মার্চ ২০১৬ ইং, রবিবার 
বাংলাদেশঃ-
রান-১২০
উইকেট-
ওভার-১৫

ইন্ডিয়া 
রান-122
উইকেট-2
ওভার-13.5
Match Ended

1 comment:

  1. Very nice blog and informative post. Keep posting and keep updating.
    ❤️

    For JSC exam preparation, SSC exam preparation & HSC exam preparation. To get exclusive model test with answer....
    Visit...
    www.OSC24.blogspot.com

    ReplyDelete